বরিশালের বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম গাভা গ্রামের পেশকার বাড়ি জামে মসজিদে বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও ঢাকা ওয়াসার সিবিএ এবং আওয়ামী লীগ নেতা নেতা মো. আব্দুল মান্নান এ দোয়া -মিলাদের আয়োজন করেন। পশ্চিম গাভা পেশকার বাড়ি জামে মসজিদের ইমাম ক্বারী মো. মোস্তফা এ দোয়া-মিলাদ পরিচালনা করেন। এসময় দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়ানুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা চান্দু শরীফ,শামসুল আলম সরদার চন্দন,আ. ছালাম খান,লিটু সরদার,জাকির হোসেন তালুকদার,আমির মল্লিক,মানিক পুলিশ,আ.রহিম হাওলাদার,৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. ছালাম,আরিফ আলী হাওলাদার,সিদ্দিক শরীফ,আ.রব হাওলাদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন রায়, আলম হাওলাদার, নান্নু হাওলাদার, ইমতিয়াজ, কামরুল, কাওসার, বেলাল, পারভেজ, ফরহাদ, ফাহিম, রুহুল আমিন ও আফ্রিদিসহ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।