মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ১২ শিশু কিশোর। শেরে বাংলার পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়ারকাঠি গ্রামের ১২ জন শিশু-কিশোর তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই উপহার পেল। ২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মসজিদ সংলগ্ন চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় তাদের মুসলিম জাহানের চার খলিফাহ বিশিষ্ট সাহাবীগন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জীবনী পুস্তকও উপহার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হল- চাখারের চালিতাবাড়ি গ্রামের মোঃ ইব্রাহিম, মোঃ সিয়াম হাওলাদার, মোঃ ফাহাদ, মোঃ মমিন,মোঃ আব্দুল্লাহ্, মোঃ সোহান, মোঃ কাওছার ঘরামী, মোঃ ফারদিন, মোঃ নেয়ামুল ও মোঃকাওছার বেপারী, পূর্ব জিড়ারকাঠি গ্রামের মোঃ রাজু হোসেন ও মোঃ রানা হোসেন। ধর্মভীরু এ শিশু-কিশোররা বাই সাইকেল উপহার পেয়ে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত।চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ঝালকাঠির মুহাম্মদপুর বিআর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী হায়দার নিজামী। বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুরের কালকিনি শিকার মঙ্গল রাশেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাসানুজ্জামান, চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা মোঃ কাওছার। সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি ছিলেন- চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য সুমন খান প্রমুখ। উপস্থিত ছিলেন চালিতাবাড়ি কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার সালাউদ্দিন, আয়োজক কমিটির সদস্য মাহাবুব হাওলাদার, সিপিজে সোসাইটির সদস্য জিয়াউল হক, রুবেল হোসেন, মহিউদ্দিন মাহি, মানিক হাওলাদার, হাফিজুর রহমান রাসেল, সাইফুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির সোহেল প্রমুখ