বানারীপাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী দল বি এন পির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ এপ্রিল) রোজ সোমবার মাগরিবের নামাজ বাদ বাইশারী বাজার মসজিদে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার এর নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতের বেগম খালেদা জিয়ার পাশাপাশি সারা বাংলাদেশের সকলের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান (সজিব), যুগ্ম আহ্বায়ক নয়নগীর বাহালী (নয়ন), সদস্য ইমরুল হাসান তাওহীদ, সরকারী ফজলুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ পারভেজ খান, যুগ্ম আহ্বায়ক মোঃ ফাহিম, শাকিল প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ।