বরিশালের বানারীপাড়া উপজেলায় এক শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মৃতঃ সোবহান ঘরামীর পুত্র ইলিয়াস ঘরামীকে একই বাড়ির প্রতিপক্ষরা দেশিও অস্ত্র লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। ১৩ই মার্চ মঙ্গলবার রাত ৯টায় একই ওয়ার্ডের মতলেব ফরাজির কাছে গাছকাটা বাবদ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর সুত্রে জানা গেছে। ইলিয়াস ঘরামীকে ঐদিন রাত ১টায় লবনসারা পুলিশ টিম ঘটনা স্থান থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। গুরুতর আহত ইলিয়াস ঘরামী জানান, সরকার লগডাউন ঘোষণা দিয়েছেন তাই দিনমজুরি হিসেবে আমার পাওনা টাকা চাইতে গেলে তর্কবিতর্কে একপর্যায়ে মতলেব ফরাজি তার ভাই মহাসিন ফরাজি ও মামুন ফরাজি এবং তাদের স্ত্রীদের সাথে নিয়ে এলোপাতাড়ি দেশিও অস্ত্র লাঠিসোটা দিয়ে মেরে ঘরে আটকে রাখে পরে সংবাদ পেয়ে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ বিষয়র থানায় মামলায় প্রস্তুতি চলছে।