ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল।
নগরের একটি এলাকার বাসিন্দা ওই তরুণী কয়েক দিন আগে জসিম উদ্দিনের বিরুদ্ধে এ বিষয়ে বরিশাল নগরীর বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। ধর্ষণের একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হলে তাঁকে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয় এবং নগরের সদর হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়।
লিখিত অভিযোগে তরুণী উল্লেখ করেছেন, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর জসিম উদ্দিন তাঁর বাসায় ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এরপর বিয়ের আশ্বাস দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জসিম তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হলে তাঁকে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয় এবং নগরের সদর হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়। এর পরপরই ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনকে বিয়ের জন্য চাপ দিলে গত ৫ মার্চ জসিম দুদিনের মধ্যে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে জসিম তরুণীকে জানিয়ে দেন, তিনি বিবাহিত। তাঁকে (তরুণী) বিয়ে করা সম্ভব নয়। বিষয়টি গণমাধ্যমে এলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নড়ে চরে বসেন। এর পর শুরু হয় তদন্ত। তদন্তে জসিম উদ্দিনের ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় আজ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া ছাত্রলীগ ।