বরিশালের বানারীপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়। ৪জুন শুক্রবার আসর বাদ বানারীপাড়া বন্দর বাজারের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহে আলম’র সভাপতিত্বে বহু দলীয় গণতন্ত্র ও প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম এ শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দানবীর খ্যাত এস শরফুদ্দিন আহমেদ সান্টু ভিডিও কলের মাধ্যমে দোয়া অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ সালাম ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল , সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, যুবদল নেতা সজল দাস, জেলা কৃষক দলের আহবায়ক এসএম মহসিন ,উপজেলা শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার, সম্পাদক মাসুম সরদার, পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ