মহামারী করোনায় স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ক্ষন নির্ধারন হওয়ায় জনসাধারন ও প্রার্থীদের মাঝে দেখা গেছে উৎসাহ আর উদ্দীপনা। বানারীপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হলে ও অমিমাংশিত রয়ে যায় দুটি ইউনিয়ন পরিষদ যেখানে আগামী ২১ জুন চেয়ারম্যান পদে ও ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বাইশারী ইউনিয়ন পরিষদ ও ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদ। আর শেরে বাংলার চাখারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মজিবুল ইসলাম টুকু নির্বাচনী মাঠে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। বিভিন্ন কারনে রয়েছে নেতাকর্মীদের মাঝে মতানৈক্য। তার পর মুজিব আদর্শ প্রান কখন ও নৌকার বিরুদ্ধে যেতে পারে না তারই প্রমান বহন করে এই দুই নেতার বিজয়ের হাসিতে। চাখার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক হাওলাদার আজ নৌকার কান্ডারী, প্রধান মন্ত্রীর নৌকার প্রতিকের নির্বাচিত প্রার্থী সৈয়দ মজিবুল হক টুকুকে ভেদাভেদ ভুলে মিষ্টি খাইয়ে দিয়েছেন। পাশাপাশি প্রার্থী সৈয়দ মজিবুল হক টুকু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক হাওলাদারকে মিষ্টি খাইয়ে দেন। তখন সেখানে এক আনন্দক্ষন পরিবেশেষের সৃষ্টি হয়। আর দুজনার মুখেই ফুটে উঠেছে বিজয়ের হাসি। বিগত দিনের বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভায় জনতার ঢল প্রমান করছে আগামীর চাখারের চেয়ারম্যান মজিবুল হক টুকু। আসন্ন ইউপি নির্বাচনের ১ম ধাপে বানারীপাড়া চাখার ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল ইসলাম টুকু। আওয়ামীলীগের দূর্দিনে সর্বদা দলের পাশে থাকা এই মজিবুল ইসলাম টুকু জনগনের প্রিয়তার পাত্র হয়ে উঠেছেন। বাস্তবতায় নির্বাচনী মাঠে মজিবুল ইসলাম টুকুর বিকল্প নেই এমনটাই দাবী ইউনিয়নের ভোটারদের। তার জনসমর্থন এতোটাই যে চাখার ইউনিয়নের সর্বত্র তারই জয়ধ্বনী। মজিবুল ইসলাম টুকু বিগত করোনা কালীন সময়ে অসহায় মানুষদের পাশে থেকেছেন । নির্বাচন প্রসংগে মজিবুল ইসলাম টুকু বলেন ইউপি নির্বাচনে আমরা একাধীক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করতেছি। চাখারবাসী যাকে ভোট দিবে, যার গ্রহনযোগ্যতা বেশি থাকবে সেই জনগনের ভোট নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে। আমি চাখারবাসীর সেবা করতে এসেছি। সর্বদা জনগনের পাশে থাকব নির্বাচিত হই কিংবা না হই। তবে আমার বিশ্বাস আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে জনগন আমাকে ভোট দিবে আর আমি জনগনের ভোটেই নির্বাচিত হয়ে জনসাধারনের খেদমত করবো এবং সাধারন জনগনের পাশে থাকব।