বরিশাল জেলার বানারীপাড়ায় উপজেলার ০৫ নং সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থীদের মধ্যে যে কোন সময় সংঘর্ষ বেধে যাবার আশংকা রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সরি জমিন তদন্তে এমনটারই আশংকা করা হচ্ছে। মেম্বর প্রার্থীদের মহরা, ভোটারদের ভয় ভীতি, ডাক চিৎকারে ০৭ নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামের সাধারন জনগন অতিষ্ঠ হয়ে উঠেছেন। সর্বদা বহিরাগতদের আনা গোনা ও মহরায় স্থানীয়দের প্রতিহতের ঘোষনায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে। ০৭ নং ওয়ার্ডে দুই প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। একজন বর্তমান মেম্বর আব্দুল্লাহ আল আমিন ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছেন অন্যজন নাসির উদ্দিন বিশ্বাস মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। গত উঠোন বৈঠকে বর্তমান মেম্বর আব্দুল্লাহ আল আমিন সবার কাছে অভিযোগ করেন তার প্রতিদ্বন্ধি প্রার্থী নাসির উদ্দিন বিশ্বাস ০১ ভোট পেলে ও নাকি মেম্বর নির্বাচিত হবেন বলে ঘোষনা দিয়েছেন। বাস্তবিক অর্থে এমন ঘোষনায় পেশিশক্তি প্রয়োগের সম্ভাবনা থেকে যায়। যার ফলশ্রুতিতে জনপ্রিয়তার মাপকাঠিকে অগ্রাহ্য করা হয় এবং প্রতিপক্ষের এই ঘোষনাকে প্রতিহত করার অভিপ্রায়ে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্শের সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকার সাধারন ভোটাররা চান নির্ভিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। প্রশাসনের কাছ থেকে এমনটা পরিবেশ আশা করছেন সাধারন ভোটাররা। তাছারা নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একশ্রেনী উৎসুক জনতা জোড় করে ভোট আদায় করার পায়তারা
চালাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এমনটাই ঘোষনা রয়েছে যে অবাধ ও সুষ্ঠ পরিবেশে যার ভোট সে দিবে। কোন মতেই বিশৃঙ্খলতা করতে চেয়া হবে না। সর্বপরি ০৭ নং ওয়ার্ডটি অধিক ঝুকিপূর্ন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশ সুষ্ঠ রাখতে সার্বিক ব্যবস্থা গ্রহন করবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।