চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করলেন চাখার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান টুকু।।
জাকির হোসেন, বানারীপাড়া।।
/ ৩৯০
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বুধবার, ১৪ জুলাই, ২০২১
এই সংবাদটি শেয়ার করুনঃ
বানারীপাড়া উপজেলার ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সৈয়দ মজিবুল ইসলাম টুকুর এ বিজয়ে চাখার বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে। গত ২১ জুন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বরিশাল জেলার ৯ টি উপজেলার মোট ৫০ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আর এই ভোট যুদ্ধে জয়লাভ করেন ৯ উপজেলার ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান। গতকাল ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলার নয়টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। একজন করোনা আক্রান্ত হয়ে অসুস্থ থাকার কারনে শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেন নি। এ শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল, প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, বরিশাল, মোহাম্মাদ নূরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত কার্যক্রমের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে এ শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান।
পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন এবং সরকারের ভাবমূর্তি উজ্জল করতে সর্বদা সচেষ্ঠ থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।
হক ভিলা,
সদর রোড, বরিশাল জেলা
বরিশাল বিভাগ।
মোবাইলঃ ০১৮৩৮৯২২১৪৯
প্রকাশক ও সম্পাদক:মোঃ জাকির হোসেন
প্রধান সম্পাদকঃ
বার্তা সম্পাদকঃ কাজী এনায়েত
নির্বাহী সম্পাদকঃ