বরিশালের বানারীপাড়া দান্ডোয়াট সার্ব্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বাইশারী বাজারের গুরের বাড়ীতে শ্রী বিশ্বনাথ রায় সভাপতি, শ্রী শংকর কর্মকারকে সম্পাদক এবং শ্রী অসীম কর্মকারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।সেবামূলক এ প্রতিষ্ঠানটি জনসাধারনের সেবা দানে সর্বদা নিয়োজিত থাকে। নব নির্বাচিত সভাপতি, সম্পাদক বলেন আমরা এলাকার জনসাধারনের পাশে আসি থাকব। আপনাদের আন্তরিক সহযোগীতা আমাদের কাম্য।