বরিশালের বানারীপাড়া উপজেলায় ঠাকুরবাড়ি সার্বজনীন দূর্গামন্দির’ কমিটি গঠন করা হয়েছে। রাজীব চ্যাটার্জীকে সভাপতি , অমিত কর্মকারকে সম্পাদক এবং রতন দাসকে কোষাধাক্ষ্য করে ৫১ সদস্য বিশিষ্ট এই সার্বজনীন দূর্গামন্দির’ কমিটি গঠন করা হয়। বাবুরাম সমাদ্দারের বাসভবনে গত শুক্রবার রাত আট টায় বাবু মিহির কুমার সরকার’র সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক চুনি লাল চক্রবর্তী, প্রফেসর বাবু সুখরঞ্জন, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমাদ্দার, শংকর কর্মকার, অসিম কর্মকার, যতন চক্রবর্তী, তপন চন্দ্র দাস , সঞ্জিব দাস, কানাই ঠাকুর, সজিব বর্নিক প্রমূখ।