বরিশালের বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মায়ের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মায়ের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৪ অক্টোবর (সোমবার) দিনভর বিভিন্ন এতিমখানায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াৎ করা হয়। আসর নামাজ বাদ চাখার শেরে বাংলা জামে মসজিদে কচুয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গির হোসেনের মোনাজাতের মধ্য দিয়ে সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মা সহ সকল মরহুম ও মরহুমা এবং উপস্থিত মুসল্লিদের সুস্থ,অসুস্থ বাবা মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়।
সে সময় সৈয়দ মজিবুল ইসলাম টুকু কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার মায়ের কিছু স্মৃতিচারণ করেন। দোয়া মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কৃষিকর্তা সৈয়দ মহিবুল রহমান ইকবাল, ০৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজিম, চাউলাকাঠি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, মাওলানা আঃ হালীম, চাখার ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীদের সভাপতি শামসুল হক সিকদার, ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জারিফ হোসেন হাবু,০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদিন সিকদার, রিক্সা,ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল সুমন,চাখার ইউনিয়ন শাখার যুবলীগ নেতা আহসান হাবীব রনি, সৈয়দ মঞ্জুরুল লিপু, চাখার ইউনিয়ন শাখার ছাত্রলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ রনি,ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান হাদিস প্রমুুখ। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরন করা হয়।