মুখে নয়, কাজ দিয়ে করবো জয়” এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুরের ০৯ নং গুঠিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে
নারায়নপুর (০৬ নংওয়ার্ড ) এ মেম্বার নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চান সবুজ খান। তিনি পিতা ও মাতার পদাংক অনুসরণ করে তিনি ও পূর্ব ও পশ্চিম নারায়নপুর,দোসতিনা ও চড় খেজুর তলা গ্রামের মেম্বার হয়ে জনসাধারনের খেদমত করতে চান।
কে এই সবুজঃ
নারায়ন পুরের ঐতিয্যবাহী খান পরিবারের উওরসূরী। পিতা মৃতঃ মোঃ ইসরাইল খান, দাদা মৃতঃ মোঃ রজ্জব আলী খান, নানা মৃতঃ মোঃ মোতাহার আলি খান।
শিক্ষাগত যোগ্যতাঃ
তিনি পশ্চিম নারায়ন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর শেষ করে নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন, সেখান হতে প্রথম বিভাগে উত্তীর্ন হয়ে বানারীপারা ডিগ্রী কলেজ হতে প্রথম বিভাগে পাস করে উচ্চ মাধ্যমিক স্তর পার করেন। সর্বপরি হাজি তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজ ভবানিপুর থেকে বি এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
রাজনৈতিক অবস্থানঃ
ছাএ রাজনীতিতে জড়িত থাকার কারনে গুঠিয়া ইউনিয়ন ছাএলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দক্ষতায় রাজনৈতিক অভিভাবকরা তাকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেন। অত্যন্ত দক্ষতার সাথে তিনি সে দায়িত্ব পালন করেন। বর্তমানে নারায়নপুর আদর্শ ক্লাব এন্ড পাঠাগারের সম্পাদকীয় সদস্য।
কেন তিনি ইউপি সদস্য হতে চানঃ
তার পিতা মাতা উভয়ই ০৬ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য দিলেন। তাদের দেখানো পথে তিনি জনগনের সেবা করতে চান। জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি, অসহায় দুঃস্থ জনগনের সেবা করাই তার প্রধান উদ্দেশ্য।
এলাকার ভোটারদের উদ্দেশ্যে সবুজ খান বলেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে প্রার্থী হতে চাই, যদি আল্লাহর রহমতে কামিয়াব হতে পারি তা হলে,আমার প্রিয় এই জন্মস্হান নারায়নপুর ওয়ার্ডটিকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, জুলুম, মাদক, দখলবাজ মুক্ত সমাজ গড়ে তোলার চেস্টা করব।এই ওয়ার্ডে চারটি গ্রাম রয়েছে পূর্ব ও পশ্চিম নারায়নপুর,দোসতিনা ও চড় খেজুর তলা,এর মধ্যে দোসতিনা গ্রামটি ব্যপক জনবহুল হওয়া সত্বেও রাস্তা ঘাট উন্নয়নের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে সকলকে সাথে নিয়েই এলাকার সকল উন্নয়ন মুলক কাজকে আরো গতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করবো।
” মুখে নয়,কাজ দিয়ে করবো জয়” এই শ্লোগানই হোক আগামী পথ চলার মুল শক্তি,এই প্রত্যাশা নিয়ে এবং সকলের সুসাস্হ্য কামনা করে করনাকালীন সময়ে স্বাস্হ্য বিধি মেনে চলার সবিনয় অনুরোধ জানিয়ে আগামী নির্বাচনে সকলের কাছে তিনি দোয়া ও ভালোবাসা চেয়েছেন।