বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে “নিউমোনিয়া রুখে যাক, সব শিশুরা ভালো থাক ” শ্লোগানের মধ্য দিয়ে বরিশালের বানারীপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে চত্ত্বরে বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২১ এর র্যালী অনুষ্ঠিত হয়।
এর পর আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আঃ রব’র সঞ্চালনায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবির হাসান। তিনি নিউমোনিয়া কি? শিশুদের নিউমোনিয়া হলে তাৎক্ষনিক করনীয় কি, প্রতিকারের ব্যবস্থা সহ সার্বিক বিষদ আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেভ দ্যা চিলড্রেন এর বানারীপাড়া উপজেলায় দায়িত্বরত সিনিয়র অফিসার হাফিজুর রহমান। তিনি বলেন সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় বানারীপাড়া উপজেলার সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোর সকল কর্মকর্তা কর্মচারীদের নিউমোনিয়া বিষয়ক ট্রেনিং দেয়া হয়েছে। বাৎসরিক প্রয়োজনীয় দুই ধরনের মেডিসিন আমরা দিয়ে থাকি। ২০২২এর ডিসেম্বর পর্যন্ত বানারীপাড়া উপজেলায় সেভ দ্যা চিলড্রেনের কর্মসূচি অব্যহত থাকবে। ট্যাকলিং নিউমোনিয়া ইন বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় আজকের অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিউমোনিয়া লক্ষন, প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা করেন। র্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য কম্প্রেক্সের সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সকল নার্স, ব্যাক প্রতিনিধি, সি এইচ সি পি কর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই নিউমোনিয়ার কারনে বাংলাদেশে বছরে প্রায় ২৪ হাজার শিশু মৃত্যু বরন করেন যাদের বয়স ০৫ বছরের নিচে।