বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে । গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি বরিশাল যুবদলের দলনেতা আব্দুল মোনায়েম মুন্না, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান ও সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম আহমেদের স্বাক্ষরিত বরিশাল জেলা যুবদলের দক্ষিণ শাখার প্যাডে সাব্বির আহম্মেদ সুমন উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে ও মিজান ফকিরকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার নবগঠিত আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন বিএনপির কান্ডারী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমরা বানারীপাড়া উজির পুরে যোগ্য নেতা পেয়েছি। বিগত দূর্দিনে একমাত্র এস সরফুদ্দিন আহমেদ সান্টু ভাই বানারীপাড়া বি এন পির পাশে ছিল। তার অনুপ্রেরনা উৎসাহে আমরা আজ রাজপথে। তার দিক নির্দেশনায় আমরা আমাদের দলের জন্য কাজ করে যাচ্ছি আর ভবিষ্যতে ও যাব। আমাদের যুবদলের কমিটি ঘোষনায় বানারীপাড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে আমাদের নেতা, বানারীপাড়ার এক মাত্র নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সুমন কেন্দ্রীয় ও বরিশাল জেলা যুবদলের নেতাকর্মীদের প্রতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।