চাল-ডাল-তেল ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন পালিত হয়েছে। বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বি এনপির ও অংগ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত উপজেলা বি এন পির দলীয় কার্যালয়ে উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর বি এন পির সাধারন সম্পাদক আব্দুস সালাম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বি এন পির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বি এন পির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, বরিশাল জেলা বি এন পির সদস্য ও উপজেলা বি এন পির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার, উপজেলা বি এন পির সহ সভাপতি সবুর খান, থানা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাং,পৌর যুবদলের আহবায়ক কাউয়ুম উদ্দিন ডালিম, সিনিয়র যুগ্ন আহবায়ক সজল দাস , থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, থানা শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মল্লিক, থানা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি রনি খান, পৌর যুবদলের সদস্য পাবেল হাওলাদার প্রমুখ।