পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ন কেন্দ্রের সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া আশ্রয়ন কেন্দ্রে উপস্থিত থেকে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির তিন হাজার মাছের পোনা অবমুক্ত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দিন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ব্যক্তিগত উদ্যোগে মাছের পোনা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের জন্য অবমুক্ত করেন বলে সংবাদকর্মীদের জানান।
এসময়ে উপস্থিত ছিলেন সিকদার মৎস্য হ্যাচারির কর্নধর কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ–সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, ইউপি সদস্য মোঃ মহাসিন ও আশ্রয়ন কেন্দ্রর সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য
এর আগে ওই আশ্রয়ন কেন্দ্রের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মজিবর ফকির এর বিরুদ্ধে। এছাড়া মাছ ধরার প্রতিবাদ করায় ওই আবাসন কেন্দ্রের এক নারীকে মারধর করে চেয়ারম্যানের ক্যাডাররা।