বানারীপাড়া প্রতিনিধি //
বরিশাল জেলা নবগঠিত আহবায়ক কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে বানারীপাড়া উপজেলা বি এন পির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টারের নেতৃত্বে বানারীপাড়া উপজেলা ও পৌর (বি এন পি) ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বানারীপাড়ার উপজেলা বি এনপির সাবেক সাধারন সম্পাদক মাহবুব মাস্টার বরিশাল জেলার নব গঠিত কমিটির আহ্বায়ক জনাব আবুল হোসেন খান ও সদস্য সচিব জনাব আবুল কালাম শাহীনকে উদ্দেশ্য করে বলেন,”আমরা জিয়ার আদর্শে উজ্জীবীত হওয়া সাধারণ মাঠ কর্মী ও বেগম জিয়ার মমত্বের বাঁধনে বাঁধা এবং তার প্রতিক্ষায় রাজপথে থাকা সৈনিক।”বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে আমরা সর্বদাই সাধুবাদ জানিয়েছি।দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে ও মহাসচিব কতৃক স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটিকে আমরা সাদরে গ্রহণ করেছি।ইনশাআল্লাহ, সদ্য জেলা কমিটি নিয়ে আমরা রাজপথে গনতন্ত্রের মুক্তির আন্দোলনকে বেগবান করব।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) এর সকল পর্যায়ের নেতাকর্মীরা।সকলের একই প্রত্যাশা বিগত দিনের তুলনায় সদ্য কমিটির নিয়ন্ত্রণে বিএনপি তার বিজয়ের লক্ষ্যে পৌঁছবে।