বানারীপাড়া প্রতিনিধি//
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে ঐতিহাসিক পর্বত্য শান্তি চুক্তি সম্পাদন করেছেন ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর।
উক্ত দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ সরকার ২রা ডিসেম্বরকে ঐতিহাসিক পর্বত্য শান্তি চুক্তি দিবস ঘোষণা করেছেন।
০২/১২/২২ তারিখ বরিশাল-২ আসনের সাংসদ শাহে আলম তালুকদার ও বানারীপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল জনসমাগমে ঐতিহাসিক দিবসটি আনন্দ মূখর ও শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করে সাধারণ মানুষ।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জনাব শাহে আলম, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ জনগণ।
দিবসটি পালনের মধ্যে থেকে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি পুনরায় ফিরে পেয়েছে।