শিরোনাম
বানারীপাড়ায় জামিনে বের হয়েই মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি ও খুন যখমের হুমকি  বানারীপাড়ায় চাখার যুবদলের উদ্যোগে বিএনপির নেতাকর্মীদের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ  বানারীপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বানারীপাড়ায় মেম্বার সহ ৪০ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ  বানারীপাড়ার সন্তান ছাত্রদল নেতা হৃদয়সহ অন্যান্য নেতাদের মারধরের ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা বানারীপাড়ায় রাতভর ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের, আসামীরা ধরা ছোয়ার বাহিরে,  বাদীকে আসামিদের হুমকি  সরকারি তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহবায়ক  হলেন রাজপথের পরীক্ষিত নেতা সোহাগ শিকদার  বানারীপাড়া মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত 
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এক অদম্য নারী ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান

মোঃ সাব্বির হোসেন / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

বরিশাল,বানারীপাড়া প্রতিনিধি::

বরিশালের বানারীপাড়ায় ফাতিমা আজরিন তন্বী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

গত ২৪ নভেম্বর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার প্রথম কর্মস্থল ইতিহাস ও ঐতিহ্যের চারণভূমি বানারীপাড়ায় দায়িত্বভার গ্রহণ করেন।

৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে ২০১৬ সালের ৬ জুন থেকে ২০১৯ সালের ২৭ জুন পর্যন্ত তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করেন।

সেখান থেকে ২০১৯ সালের ৩ জুলাই বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন।

পরে তিনি ২০২০ সালের ৫ মার্চ থেকে ২০২২ সালের ১০ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে প্রথমে সহকারি পরিচালক ও পরে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালণ শেষে বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান অদম্য মেধাবী ফাতিমা আজরিন তন্বী প্রাচ্যের অক্সর্ফোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।

তার স্বামী মো. শফিকুল ইসলাম খান ৩২তম বিসিএস ক্যাডার ( শিক্ষা) হিসেবে মাদারীপুর সরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী উন্নত-সমৃদ্ধ ও আলোকিত বানারীপাড়া বির্নিমাণে ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন এবং জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা গড়তে জনপ্রতিনিধি,রাজনীতিক ও সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত ফাতিমা আজরিন তন্বী বানারীপাড়ার দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী অফিসার । তার পূর্বে ইশরাত জাহান ছিলেন বানারীপাড়ার প্রথম নারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার।

অদম্য বাংলাদেশে পিছু ফিরে না তাকানো শিক্ষার প্রতি স্তরে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ দিয়ে আজ সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন ফাতিমা আজরিন তন্বী। বানারীপাড়া উপজেলাবাসী স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ