বানারীপাড়া প্রতিনিধি//
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান রাজিব ফকির। জন্মের পর থেকে পারিবারিক অনাটনের মধ্যেই কেটেছে রাজিবের শৈশব। বাবা সৈয়দকাঠী ইউনিয়নের মালীকান্দা গ্রামের সৎ ও দরিদ্র কৃষক কাওসার ফকির মেটাতে পারেনি সন্তানের সকল চাহিদা কিন্তু সন্তানের শিক্ষার দিকে ছিল সজাগ দৃষ্টি। কাওসার ফকির চইলেও প্রয়োজন মতো বই কিনে দিতে পারেনি।
অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো দরিদ্র কৃষকের ছেলে মোঃ রাজিব ফকির । শিক্ষকদের স্নেহধন্য প্রিয় শিক্ষার্থী সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন (আউয়ার হাই স্কুল) থেকে এসএসসি ব্যাচ-২০১৯ এ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হয় সৈয়দ বজলুল হক কলেজে। বাইশারী ইউনিয়নের ঐতিহ্যবাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়।
এই তরুণ থামেনি কোনো প্রকার বৈষম্যের কছে প্রত্যয় ছিল শীর্ষে।
সে একক প্রচেষ্টায় কোন কোচিং সেন্টারের কোন রূপ সাহায্য ছাড়াই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিষয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
রাজিবের এ সাফল্যের জন্য পরিবার ও মালীকান্দা গ্রামবাসী আনন্দিত, উদ্বেলিত এবং গর্বিত। মায়ের চোখেও আজ গভীর স্নেহের রিক্ত এবং ছেলে সাফল্যে বাক স্থির হলো কৃষক পিতা।
এক প্রশ্নের জবাবে রাজিব জানায়, এ অর্জন আমার একার নয় পিতামাতা সহ শৈশবের স্মৃতি ঘেরা প্রতিষ্ঠান সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশনের সকল শিক্ষক ও শিক্ষিকাদের।