শিরোনাম
বানারীপাড়ায় চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্ধারণে দুই মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী  জটিলতা  সৃষ্টি, শিক্ষায় ব্যাঘাত  ওয়াসায় চাকুরী করা বানারীপাড়ার  আব্দুল মান্নানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল, প্রকাশিত সংবাদের প্রতিবাদ  মেজর এম এ জলিল এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে স্মরনসভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বানারীপাড়া পৌর যুবদলের আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত  প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ  আওয়ামী লীগ ষড়যন্ত্র করে পূজা মন্ডপ ভাঙচুর করে বিএনপির বদনাম ছাড়াতে পারে —সান্টু আওয়ামী লীগ ষড়যন্ত্র করে পূজা মন্ডপ ভাঙচুর করে বিএনপির বদনাম ছাড়াতে পারে —সান্টু
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ার সৈয়দকাঠীতে ইজিবাইক ইউনিয়নের সভাপতি মিজান ফকির প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত

রিপোটারের নাম / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে করপাড়া গ্রামে ইজিবাইক ইউনিয়নের সভাপতি মিজান ফকির(৩২) প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহত মিজান ফকির জানায়,আমার ইজিবাইক ইউনিয়নের একজন ড্রাইভারকে অপরিচিত একজন ড্রাইভার তর্কের সূত্রে এলোপাথাড়ি ভাবে মারধর করে। যার বিচার আসে আমার কাছে, আমি তাকে জানাই ঐ ড্রাইভারকে পেলে আমার কাছে ধরে নিয়ে আসবেন।পরে আহত ড্রাইভারসহ অনেকে মিলে অপরিচিত ড্রাইভারকে ধরে আমাকে জানায় আমি সেখানে পৌঁছে দেখি সে গাড়ি নিয়ে রাস্তায়। আমি বলেছি তুমি একজন বয়স্ক নামাজি ব্যক্তিকে মারধর করেছ এটা ঠিক না। গাড়ি আটকে রেখে বলা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে আসো সেখানে গণ্যমান্য ব্যক্তিরা বিচার করবে।তিনি আরো জানান, ইজিবাইক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিচারে স্থানীয় লোকজন অহতের চিকিৎসা খরচ পাঁচ হাজার টাকা দাবি করে গাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখেন।

ইতোমধ্যে দোষী ড্রাইভারের মামা সভাপতি মিজান ফকিরকে ফোন করে ঘটনা জানতে চাইলে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়।দোষী উক্ত বিচার মানতে না পারায় মিজান ফকিরকে অকথ্য ভাষায় গালাগালি করে।ঘটনা স্থলের দোকানদাররা তাকে থামিয়ে দেয় এবং স্থান ত্যাগ করে। কর্মঠ মিজান ফকির পরের দিন ০৫/০১/২৩ তারিখ গাড়ি চালিয়ে নলেশ্রীর হারুন মার্কেট থেকে যাত্রী নিয়ে সামনে মসজিদ বরাবর আসে।

হঠাৎ করফাকর গ্রামের লিয়াকত,দৌলত,সৈকত তিনজন মামা ভাগ্নে গাড়ি আটকে চাবি নিয়ে নেয়।মামা ভাগ্নে একত্রিত হামলা করে মিজান ফকিরকে ভারী লাইটের আঘাতে গুরুতর আহত করে। আহতের একটি এন্ড্রয়েড ফোন ও গ্রাম্য সমিতির কিছু অর্থ ছিল সব দূর্বৃত্তরা নিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা ও ইজিবাইক ইউনিয়নের ড্রাইভাররা দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ