সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাডায় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী
দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম ,উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সেলিনা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের উপজেলা ম্যানেজার সাইদুল ইসলাম, ব্র্যাকের লিপী ঘরামী প্রমূখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন স্বাগত বক্তব্য রাখেন । আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।