শিরোনাম
বানারীপাড়ায় জামিনে বের হয়েই মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি ও খুন যখমের হুমকি  বানারীপাড়ায় চাখার যুবদলের উদ্যোগে বিএনপির নেতাকর্মীদের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ  বানারীপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বানারীপাড়ায় মেম্বার সহ ৪০ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ  বানারীপাড়ার সন্তান ছাত্রদল নেতা হৃদয়সহ অন্যান্য নেতাদের মারধরের ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা বানারীপাড়ায় রাতভর ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের, আসামীরা ধরা ছোয়ার বাহিরে,  বাদীকে আসামিদের হুমকি  সরকারি তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহবায়ক  হলেন রাজপথের পরীক্ষিত নেতা সোহাগ শিকদার  বানারীপাড়া মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত 
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়াসহ ২০টি উপজেলায় থাকবে না গৃহহীন কিংবা আশ্রয়হীন মানুষ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ সাব্বির হোসেন / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আগামী ২২ মার্চ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়াসহ বরিশাল বিভাগের ২০ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। তিনি ওই দিন ভার্চুয়ালি বরিশাল বিভাগের ২০ উপজেলায় জমিসহ ৪ হাজার ১৬৭ টি ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ও উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার ( ১৩ মার্চ ) সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে নতুন নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এসময় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, জাহিদ হোসেন সরদার,সুমন খান ও ফিরোজ ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, পিছিয়ে পড়া মানুষদের সবার আগে সেবা প্রদানের এ আশ্রয়ণ প্রকল্প সারা বিশ্বে ‘অর্ন্তভূক্তিমূলক শেখ হাসিনা মডেল’ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা পেয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের জমিসহ এই পাকা ঘর অনাবিল হাসি ফুটিয়েছে অসহায় মানুষের মুখে। আশ্রয়ণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সব ধরনের সহায়তা ও পুরুষের পাশাপাশি নারীদেরকেও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নানা ধরনের প্রশিক্ষণ ও পরামর্শও দেওয়া হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বানারীপাড়ার সন্ধ্যা ও এর শাখা নদীর তীরে মনোরম পরিবেশে আশ্রয়ণে ২ শতক জমিসহ সেমি পাকা ঘরগুলো নির্মাণ করা হয়েছে। গৃহহীন-ভূমিহীনরা স্বপ্নের এ পাকা ঘর পাওয়ায় এই অসহায় মানুষগুলোর জীবন বদলে গেছে। এই মানুষগুলোর একসময় ছিলোনা নিজস্ব কোন স্থায়ী ঠিকানা। তারা মানবেতর জীবনযাপন করতেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারের বাসস্থানসহ নানাবিধ সুবিধার ছোঁয়ায় বদলে যাচ্ছে তাদের জীবনমান

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২২ মার্চ বানারীপাড়া উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। উপকারভোগীসহ বানারীপাড়াবাসীর সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি এ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সেই মাহেন্দ্রক্ষণের জন্য বানারীপাড়াবাসী এখন উন্মুখ হয়ে আছে।

Nagad
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেন, ‘দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা’- মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বানারীপাড়া উপজেলা প্রশাসন। বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে মোট ৩৮০ টি পরিবারের জন্য ২ শতক করে জমির দলিলসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।

আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডসহ উপজেলার বাইশারী, সলিয়াবাকপুর ও ইলুহার ইউনিয়নে ৪র্থ পর্যায়ে নির্মিত জমিসহ আরও ১৪২টি সেমি পাকা ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ