১৯ মার্চ রবিবার বেলা ৩ টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তন রুমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব,মোফাজ্জল হোসেন খান,বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা,মোঃ আব্দুস সালাম, ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাংবাদিক জাকির হোসেন, আরো উপস্থিত ছিলেন, বানারীপাড়া মোবাইল নেটওয়ার্ক, সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোঃ শহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন, বানারীপাড়া ব্লাড ব্যাংকের সহকারী পরিচালক,রাইসুল ইসলাম সানি আরো উপস্থিত ছিলেন,বানারীপাড়া ব্লাড ব্যাংক এর,কার্যকারী সদস্য, রাসেদুল ইসলাম মারুফ,সাব্বির রহমান,মেহেদী হাসান,রাজু সিকদার,হাসিব মাহমুদ, মোঃ সাগর,সাব্বির আহমেদ, মোঃ মহিউদ্দিন, সৈকত, ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উক্ত আয়োজনে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা আব্দুস সালাম বলেন,এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন আমার ছোট ছেলে মাইদুল ইসলাম রনি প্রতিষ্ঠাকালীন সময়ে বানারীপাড়া ব্লাড ব্যাংকের যাত্রা ছিল বড়ই কঠিন তবুও আজো অগ্রগতির পথে চলছে এবং আগামীতে চলবে। আজকের বানারীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবী ও নিঃস্বার্থ ভাবে কাজ করা সংগঠন বললে আলোচিত এক নাম বানারীপাড়া ব্লাড ব্যাংক হয় তো যতটুকু সাহায্যের হাত বাড়ানোর কথা ছিল তা আমরা পারছি। আমাদের সংগঠনের কর্মকাণ্ড রক্তদান সেবার মাঝে সীমাবদ্ধ ছিল। এখন আমরা নগদ অর্থদান, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক উন্নয়নে অর্থ প্রদান,গরীব অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ইত্যাদি সাহায্য করার চেষ্টা করছি। “অসহায় ও দারিদ্রতা যেখানে বানারীপাড়া ব্লাড ব্যাংক পাশে আছে,দূরীকরণে” আজকের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানারীপাড়া ব্লাড ব্যাংক এগিয়ে যাবে। এই প্রত্যশা করি। এবং এই অনুষ্ঠানে আয়োজনের জন্য দেশ এবং দেশের বাহিরে থেকে সহযোগিতা করেছে তাদের জন্য, দোয়া ও শুভকামনা রইল।