বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে বানারীপাড়া থানায় পিতা ও পুত্রের বিরুদ্ধে দুলাল বালীর ভাই আউয়ার নিবাসী জিয়াউর রহমান সাধারন ডায়েরী করেন। অভিযোগে জিয়াউর রহমান জানায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হাসান বালীর ছেলে দুলাল বালী ও দুলাল বালীর ছেলে রাজিব বালী গংদের সাথে জিয়াউর রহমানের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বাদীর দাবীর তার নিজ নামীয় রেকর্ডকৃত ৫ শতাংশ জমি বিবাদী গং ভোগ দখল করে রেখেছে। সেই বিরোধের জের ধরে গত ২৮ মার্চ বিকালে দুলাল বালী ও তার ছেলে রাজীব বালীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা জিয়াউর রহমানকে ভয়ভীতি দেখায়। এমন কি
নানাবিধ ক্ষতি সাধন করাসহ খুন যখমের হুমকি দেয়। জীবন নিরাপত্ত্বার জন্য জিয়াউর রহমান সম্প্রতি বাদী হয়ে বানারীপাড়া থানায় সাধারন ডায়েরী করেন। ডায়রী নং ১২২৬। উল্লেখ্য কিছু দিন পূর্বে এই দুলাল বালী তার বাবাকে ও খুন যখমের হুমকি দিলে বাবা বীর মুক্তিযোদ্ধা হাসান বালী বাদী হয়ে বানারীপাড়া থানায় জীবন নিরাপত্ত্বা চেয়ে সাধারন ডায়েরী করেন যার নং ১২২৫।