ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি বানারীপাড়া উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই এপ্রিল রোজ সোমবার এনপিপির বানারীপাড়া পার্টি অফিসে বাদ আসর আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দ অলিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ শামিমা নাসরীন ভাইস চেয়ারম্যান ও সভাপতি রবিশাল জেলা এনপিপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমাদুল হক রানা যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সাহেব আলী হাওলাদার রনি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আনোয়ার হোসেন সহ শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ফোরকান আহম্মেদ কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি, তনিমা পারভীন কার্যনির্বাহীর সদস্য কেন্দ্রীয় কমিটি, শাহ আহম্মেদ হাওলাদার সাধারণ সম্পাদক উজিরপুর উপজেলা এনপিপি এবং বানারীপাড়া উজিরপুর উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় সুমন তালুকদার এর সঞ্চালনায় বক্তারা বলেন, প্রধান অতিথি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্য মূল্য কম থাকে অথচ আমাদের দেশে তার উল্টো চিত্র ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে দেয় বেশি মুনফা লাভের আশায়। বিশেষ অতিথি বলে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ও গণতন্ত্র বিকাশমঞ্চ জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনে প্রার্থী দিবে। বক্তারা আরো বলেন, তাই ছালাউদ্দিন ছালুর হাতকে শক্তিশালী করতে বানারীপাড়া উজিরপুরের এনপিপিকে সাংগঠনিক দিক আরো শক্তিশালি করার জন্য ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ কাইউম।