জাকির হোসেন//
বরিশাল জেলার উজিরপুর উপজেলায়উজিরপুরে জেলেদের মাঝে মৎস অধিদপ্তরের উদ্দোগে বৈধ জাল বিতরন করেন এমপি শাহেআলম। মৎস অধিদপ্তরের উদ্দোগে দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকৃত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃস্টির লক্ষে বৈধ জাল বিতরন কার্যক্রমের এই শুভ উদ্ভোধন করা হয়। ১৮ মে বৃহস্পতিবার বেলা সাঁড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে ৮ টি গ্রুপে মোট ৪০ জন জেলেদের মাঝে ৩ হাজার ৬ শত ফুট বৈধ জাল বিতরন করা হয় । এ সময় ৬ টি গ্রুপে বেড জাল এবং ২ টি গ্রুপে ইলিশ জাল প্রদান করা হয় । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো: সাইদুজ্জামান ,ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌরঙ্গলাল কর্মকার ,সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার , উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফকির, কেন্দ্রীয় কিত্তন কমিটির সভাপতি বরুন কুমার মিত্র প্রমুখ ।