জাকির হোসেন//
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাত ১০.৪৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইকরি ইউনিয়নের সিংহখালী ৮ নং ওয়ার্ডের এবি এস বাজারের মুনিরের মুদি দোকানের সামনে থেকে ভান্ডারিয়া থানার চৌকস পুলিশ অফিসার (এস আই) জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ রাসেল হাওলাদার(২১) নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাসেল হাওলাদার ইকরি ইউনিয়নের সিংহখালীর ৮ নং ওয়ার্ডের গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে।
গ্রেফতার এর সময় তার কাছ থেকে সাড়ে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।রাসেল হাওলাদারকে বিবাদী করে পুলিশ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনি ১০(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ প্রসঙ্গে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক নির্মুলে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।