সাব্বির হোসেন,বানারীপাড়া //
বানারীপাড়ার চাখারে চেয়ারম্যান টুকুর পারিবারিক উদ্যোগে প্রাকৃতিক পরিবেশের সাথে আধুনিকতার ছোঁয়ায় তৈরি হয়েছে পর্যাটন কেন্দ্র।২৫ জুন শশুর বাড়ি নামে এই পর্যাটন কেন্দ্রটি উদ্ভোধন করেন এ্যাড.সৈয়দ মাঈনুল হক ও ডা:সৈয়দ সাইমুল হক।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার সর্বস্তরের মানুষ এবং সাংবাদিকরা।চেয়ারম্যান টুকু সাংবাদিকদের বলেন করোনা কালীন সময়ে আমি ও আমার পরিবার সময় কাটানোর ও বায়ু পরিবর্তনের জন্য একটি ভিন্ন পরিবেশের খোঁজে তৈরি করি একটি পারিবারিক বিনোদন কেন্দ্র।পরবর্তীতে এই স্থানটি সাধারণ মানুষের নজর কাড়তে শুরু করে এবং দূর দূরন্ত থেকে অন্য রকম বিনোদনের খোরাক মেটাতে এখানে আসে।তাই আমার পরিবারের সম্মিলিত উদ্যোগে আকর্ষিক আয়োজনে সাজাঁনোর ইচ্ছে নিয়ে এগিয়ে চলা। শশুর বাড়ি খ্যাত বিনোদন ও পর্যাটন কেন্দ্রটি আগামীতে বানারীপাড়া উপজেলার মধ্যে অত্যাধুনিক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে মানুষের মনের খোরাক জোগাবে।এখানে শিশুদের জন্য রয়েছে স্বাস্থ্যঝুকি হীন হালকা কসরত যুক্ত বিনোদনের ব্যবস্থা এছাড়াও জানার আছে সাধারণ জ্ঞান। এদিকে সচেতন সমাজের মাঝে এই পর্যাটন কেন্দ্রটি ব্যাপক সাড়া ফেলেছে। তাদের চাওয়া এলাকা ভিত্তিক এ ধরেন বিনোদন ও পর্যাটন কেন্দ্র থাকলে শিশু থেকে যুবক সকলে মাদকাসক্তি বা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে ভিন্ন ভাবে প্রকৃতিকে উপভোগ করতে শিখবে।