ডেক্স রিপোর্ট//
আজ ১৮ই জুলাই বি,এন,পির কেন্দ্র ঘোষিত কর্ম সূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বি,এন,পির পদ যাত্রা অনুষ্ঠিত হওযার কথা ছিল তাই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা জেলা সদরে সমবেত হতে থাকেন।
অপর দিকে আওয়ামীলীগ ও শান্তি সমাবেশের কর্ম সূচি ঘোষনা করেন।সমাবেশের এক পর্যায় উভয় দল বিনা উসকানিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সংঘর্ষ থেমে থেমে প্রায় তিন ঘন্টা যাবত চলতে থাকেন।এতে পুলিশ সহ উভয় দলের বেশ কয়েক জন নেতা কর্মী গুরুতর আহত হন।আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। যাদের অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে ফেরণ করা হয়। অপর দিকে বি পাকে পড়েন জন সাধারণ ও পথ চারিগন।বি,এন,পির দাবি আওয়ামীলীগ ইচ্ছে করে আমাদের সমাবেশে আগত নেতা কর্মীদের উপর চোরা গোপ্তা হামলা করেন।তাই আমরা আর্ত রক্ষার্তে তাদের উপর হামলা করতে বাধ্য হয়েছি।অপর দিকে আওয়ামী লীগের দাবি বি,এন,পি আমাদের শান্তি সমাবেশ বন্ডুল করার জন্য উসকানি মুলক সোলগান দিতে থাকেন এবং আমাদের সমাবেশ কে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন।এতে করেই উভয় দলের মাজে সংঘর্ষ শুরু হয়।পুলিশ উভয় দলের সংঘর্ষ সামাল দিতে ব্যর্থ হলে পরে বিজিবি এসে পরিস্থিতি সামাল দেন।শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা সদর থমথমে বিরাজমান।