নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা:
গুয়ারেখা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান-কে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেছারাবাদ থানার এস,আই মুজিবুল হক। গত সোমবার (১৭ জুলাই) নেছারাবাদ উপজেলার গুয়ারেখার
ইউপি উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিকেলে ইউনিয়নের করফা বাজারে বিজয়ি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী ক্যাম্পের সামনে প্রার্থীকে নিয়ে উল্লাস শুরু করেন সমর্থকেরা। এসময় নির্বাচনে দায়িত্বে থাকা নেছারাবাদ থানার এস,আই মুজিবুল হক এগিয়ে গিয়ে বিজয়ি প্রার্থীকে জয়ের মালা পরিয়ে দেন। মালা পরিয়ে দেয়ার পরপরই বিজয়ি প্রার্থী গাজী মিজানুর রহমান সহ সমর্থকদের সাথে সেলফি করেন ওই পুলিশের এস,আই মুজিবুল হক। সন্ধ্যার পরক্ষনেই বিজয়ি প্রার্থীর সমর্থকেরা সেই ছবি ছড়িয়ে দেন ফেসবুকে। ফেসবুকে সে ছবি ছড়ানো মাত্র মুহুর্তে ভাইরাল হয়ে যায় বিজয়ি প্রার্থীকে জয়ের মালা পড়ানো পুলিশের সেই ছবি। বিষয়টি ছড়িয়ে পরার পরক্ষনেই অনেকে ফেসবুক থেকে সে ছবি সড়িয়ে নেন। তবে ততক্ষনে সে ছবি অনেকে ডাউনলোড করে ফেলেন মোবাইলো। মিজানুর রহমান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার থেকে ৫১৭ বেশি পেয়ে বিজয় লাভ করেছেন।
এ বিষয়ে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, এস,আই মুজিবুলের নেতৃত্বে নির্বাচনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানের পক্ষে কাজ করেছেন। ছবিটি যাহার আসল প্রমান।
এ ব্যাপারে নেছারাবাদ কাউখালি থানার সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান, বিষয়টি নজরে আসামাত্র আমরা থানা থেকে সেই এস,আইকে ক্লোজড করে দিয়েছি।
গত ১৭ জুলাই(সোমবার) ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের ফারজানা আক্তার ৫১৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের কাছে পরাজিত হয়েছেন।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি