তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ -তাহিরপুর সড়কে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সিএনজি চালক রুবেল মিয়া কে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।
চালক রুবেল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ার আলী আমজদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ (৪) ধারার অপরাধে তাকে ৬শ টাকা জরিমানা করেছে।
জানা যায়, তাহিরপুর থেকে সুনামগঞ্জ পর্যন্ত নির্ধারিত ভাড়া যেখান জনপ্রতি একশ টাকা সেখানে সিএনজি চালক জনপ্রতি ১২০ টাকা আদায় করার প্রমান পাওয়ায় সিএনজি চালককে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, বেশি ভাড়া আদায়ের দায়ে এক চালককে ৬শ টাকা জরিমানা করা হয়। নির্ধারিত ভাড়ার বাহিরে অতিরিক্ত ভাড়া আদায় করলে এধরনের অভিযান অব্যাহত থাকবে।