বানারীপাড়া প্রতিনিধি //বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা একই পরিবারের মা ও দুই ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মিয়া বাড়িতে। এ ঘটনায় আহত খলিল মিয়ার পক্ষ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের খলিল মিয়ার সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে একই বাড়ির জাহাঙ্গির মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সম্পত্ত্বি ভোগদখল করার জন্য জাহাঙ্গির মিয়া গং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হত খলিল মিয়া গংদের গায়েল করতে। এরই প্রেক্ষিতে ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বসতবাড়ীর সামনে জাহাঙ্গির মিয়া, রনি মিয়া, হারুন মিয়া, নিলুফা বেগম, মুকুল বেগম, সুখী বেগম, আখি বেগম মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে খলিল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫৭), ছেলে মোঃ ফাহাদ মিয়া ও মোঃ ফাহিম মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মা ও দুই ছেলের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। হামলার ঘটনায় ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে আহত যুবক মোঃ ফাহাদ মিয়া সাংবাদিকদের জানান, জমিজমা বিরোধের জের ধরে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়েছে ওই সন্ত্রাসীরা। অভিযুক্তদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।