স্ট্যাফ রিপোর্টার//
বরিশালের বানারীপাড়ায় এক পুলিশ অফিসারকে চুরি মামলায় ফাঁসানো ও তার ঘরের মারামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বানারীপাড়া থানায় ২৩ জুলাই বিকেলে ওই পুলিশ অফিসারের স্ত্রী ইসরাত জাহান মুক্তা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাযের করেণ।
অভিযোগে হেপী আক্তার লক্ষি বেগমকে ১, তার স্বামী কালাম বেপারীকে ২ ও ছেলে স্বাধীনকে ৩নং বিবাদী করা হয়েছে। জানাগেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মতলেব বেপারীর ছেলে বাবুল বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন উপ-সহকারি পরিদর্শক।
তিনি বরগুনা জেলার আমতলী থানায় বর্তমানে কর্মরত আছেন। তার পিতা মতলেব বেপারী জীবিত থাকাবস্থায় বড় ছেলে কালাম বেপারীকে ২০ শতাংশ জায়গাসহ তার (পিতার) বাড়িটি বুঝিয়ে দেন এবং ছোট ছেলে বাবুল বেপারীকে সাড়ে ৮ শতাংশ সম্পত্তি বুঝিয়ে দেন।
তিনি মারা যাবার পরে অনেক বছর ধরে বাবুলের বড় ভাই কালাম বেপারী তার বাড়িতে বসবাস করলেও বাবুল চাকরি করার সুবাদে বাড়িতে বসবাস করছিলেন’না। বাবুল জানান, তিনি বাড়িতে না থাকায় তার সম্পত্তি জবর দখল করার চেষ্টা এবং ঘরের মধ্যে থাকা অনেক আসবাবপত্র বড় ভাই কালাম নিয়ে যান।
বাড়িতে এসে ঘরের মালামাল চাইতে গেলে তাদের বিরুদ্ধে চুরি মামলা দেয়ার হুমকি দেয় বড় ভাই। ভয়ে আর মালামাল আনতে যাননি তারা।
এদিকে বর্তমানে বাবুলের সম্পত্তির মূল্য বেশি হওয়ায়, বড় ভাই কালাম ছোট ভাই বাবুলের ঘরের একেবারে সম্মুখে গিয়ে একটি ঘর তোলেন ২২ জুলাই শনিবার সকালে। এর আগে ওই ঘরের সামনে ও পাশে বিভিন্ন ধরণের গাছও রোপন করেণ কালাম বেপারী।
এমন খবর এএসআই বাবুল তার কর্মস্থলে বসে শুনতে পেয়ে ভাইকে বিরত থাকার অনুরোধ করেণ। তবে তার সেই অনুরোধ শোনেননি বড় ভাই। উল্টো তারা বাড়িতে আসলে দেখে নেয়ার হুমকি দেয় বলে বাবুল জানান।
২৩ জুলাই রবিবার বাবুল বাড়িতে এসে দেখেন তার ঘরের একেবারে সামনে একটি ঘর তোলা হয়েছে। পরে বড় ভাইকে ঘরটি সরাতে অনেক অনুরোধ করার পরেও ঘরটি তিনি (বড় ভাই কালাম) সরাতে রাজি হননি। থানায় বসেও তিনি ঘরটি সরাবেননা বলে সাফ জানিয়ে দেন।