বানারীপাড়ায় চাখার যুবদল কমিটি গঠন, স্বচ্ছতার ভিত্তিতে কমিটি দেয়ায় নেতা কর্মীদের মাঝে স্বঃতস্ফুত মনভাব
বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া স্বচ্ছতার ভিত্তিতে চাখার ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশিত করায় নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে স্বঃতস্ফুত মনভাব।
টাকার বিনিময় কমিটি গঠন সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত, থানা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এধরনের মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশিত করিয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্য নিন্দা ও প্রতিবাদ জানাই।
নব কমিটিতে ত্যাগী ও রাজপথে থাকা নেতা কর্মীদের স্থান পাওয়ায় সকলের মনে স্বস্থির নিঃশ্বাস প্রস্ফুটিত হয়েছে। চাখারের ইউনিয়ন যুবদলের কমিটিতে মিজানুর রহমানকে আহবায়ক ও মজিবুল হককে সদস্য সচিব করে গঠিত কমিটিকে বিতর্কিত করতে কতিপয় ব্যক্তিবর্গ থানা কমিটির দিক অর্থনৈতিক সুবিধা ভোগের যে ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি যারা যুবদলের কর্মীই নয় এমনকি থানা কমিটির কাছে কোন সিভি জমা দেয়নি তারা কিভাবে কমিটির পোস্ট পজিশন পাবে তাও ভিত্তিহীন হবে থানা যুবদলের নেতারা এবং নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা জানায়। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলেন চাখার ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধ। দলের এই ক্রান্তি লঘ্নে যারা বিবাদের সৃষ্টি করে তারা দলের কেহ নয়। বি এন পি অনেক বড় দল। মতানৈক্য থাকবে, যার সমাধানের জন্য থানার নেতৃবৃন্দ রয়েছে। নব নির্বাচিত কমিটির নেতারা বলেন আমরা চাখার যুবদল সবাইকে নিয়েই রাজনৈতিক মাঠে দলকে ক্ষমতায় আনতে আন্দোলন সংগ্রাম করবো। যারা ভুল করেছেন তারা নিজেদের শোধরিয়ে আসুন, সবাই আপনাদের গ্রহন করবে। আওয়ামীলীগের সাথে সখ্যতা করে দলের নেতাকর্মীদের শত্রতার চোখে দেখবেন তা হবে না। নিজেরা শোধরান। দলকে ভালোবাসুন। থানা যুবদলের নেতারা স্বচ্ছতার ভিত্তিতে কমিটি দিয়েছে। যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করেছে। আমরা সর্বোচ্চ দিয়ে তাদের মান রাখব।