ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে নজরুল ইসলাম ফোরকান তালুকদার, আতিকুর রহমান পল্লব ও মিজানুর রহমানের অত্যাচার ও মিথ্যা মামলা এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জুয়েল ও তার পরিবার।
মানববন্ধনে জুয়েল বলেন, নজরুল ইসলাম ফোরকান তালুকদার, আতিকুর রহমান পল্লব ও মিজানুর রহমানের অত্যাচার দিন দিন বেড়েই চলছে, ইতিপূর্বে আমাকে ১৮/২০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি এর ন্যায় বিচার চাই।
মানববন্ধনে বাবুল তালুকদার বলেন, নজরুল ইসলাম ফোরকান তালুকদার, আতিকুর রহমান পল্লব ও মিজানুর রহমান এরা হচ্ছেন ভূমি দস্যু, লাঠিয়াল বাহিনী, এদের নেশা ও পেশা চাঁদাবাজি করা এবং মানুষের জমি জোরপূর্বক দখল করা, এদের থেকে আমরা বাঁচতে চাই।