বানারীপাড়া প্রতিনিধি//
বানারীপাড়া ৭নং সদর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মারুফ আকনকে আহবায়ক, নাহিদ হাসানকে সদস্য সচিব করে ৭ নং বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে সজিব খানকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং সোহেল আকন, সোহেল সরদার, মনির মোল্লা, আকবর মল্লিক, বাচ্চু, নজরুল বেপারীকে যুগ্ন আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বানারীপাড়া ও উজিরপুরের বিএনপি’র একমাত্র কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।