বানারীপাড়া প্রতিনিধি
/ ১৪৮
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
এই সংবাদটি শেয়ার করুনঃ
বরিশালের বানারীপাড়ায় মেয়ের ধর্ষনকারী আপন ভাতিজার বিচার চেয়ে মানববন্ধন করেছে ঐ মেয়ের বাবা মা। ৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশালের বানারীপাড়ার বাস স্ট্যান্ড চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বানারীপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের কলেজ মোরের রড সিমেন্টের ব্যবসায়ী মাহবুব খলিফার ছেলে ধর্ষনকারী মোঃ আলী হোসেন (১৯) চাচা রিকসাচালক আনিছুর রহমান খলিফার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে গোসলের ভিডিও দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে। মামলা সূত্রে জানা যায় ১৪ মার্চ দুপুরে ঐ শিক্ষার্থী ধর্ষনকারীর বাড়িতে গোসল করতে গেলে আলি হোসেন গোছলের ভিডিও মেয়েকে দেখিয়ে তার সাথে অন্তরঙ্গ হতে বলে । এতে মেয়ে রাজি না হওয়ায় আপন চাচাতো ভাই ১০ম শ্রেনী পড়ুলা আলী হোসেন বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী আলী হোসেনের চাচাতো বোনকে গোসলখানার মধ্যে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ধর্ষনের স্বিকার শিক্ষার্থীর মা লাকী বেগম (৩৬) বাদী হয়ে বানারীপাড়া থানায় ২৮ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। বানারীপাড়া থানা পুলিশ মামলার পর পরই আসামী আলী হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেফতারের পর কিছুটা আশ্বস্থ হলেও গ্রেফতারের মাত্র কয়েক দিনের মধ্যেই আসামী জামিনে মুক্তি পেলে আতংকিত হয় ঐ শিক্ষার্থীর পরিবার । জামিনে এসেই আসামী ও আসামীর বাবা মাহবুব খলিফা বাদীর পরিবার ও মামলার স্বাক্ষীদের খুন-জখমের হুমকী দিলে ২৮ এপ্রিল ঐ শিক্ষার্থীর পরিবার নিরাপত্ত্বা চেয়ে বানারীপাড়া থানায় সাধারন ডায়েরী করে। মেয়ের ন্যায় বিচার ও সকলের নিরাপত্ত্বার জন্য এবং আসামীর জামিন বাতিলের জন্য মানববন্ধন করেছে বলেও জানায় ঐ শিক্ষার্থীর বাবা আনিছুর রহমান ওরফে পনির খলিফা ও মাতা লাকী বেগম। আলী হোসেন কলেজ মোরের চিহ্নিত এক ধর্ষনকারী। এই আলি হোসেন কিছুদিন পূর্বে স্বামী পরিত্যাক্তা একজন প্রতিবন্ধী নারী (৪০) কে ধর্ষন করে। পরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ৭ মাস ১৫ দিনের মৃত সন্তান প্রসব করে। এ বিষয়েও ২০২৩ সালের ১০ অক্টোবর বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলো ভিকটিমের পিতা মজনু শেখ। সেই মামলায় ও আলী হোসেন গ্রেফতার হলে ও জামিনে বেরিয়ে আসে। বার বার অসহায় মেয়েদের জীবন নিয়ে ভোগ লীলায় মত্ত্ব থাকে স্কুল পড়ুয়া মাদকাসক্ত আলী হোসেন।
হক ভিলা,
সদর রোড, বরিশাল জেলা
বরিশাল বিভাগ।
মোবাইলঃ ০১৮৩৮৯২২১৪৯
প্রকাশক ও সম্পাদক:মোঃ জাকির হোসেন
প্রধান সম্পাদকঃ
বার্তা সম্পাদকঃ কাজী এনায়েত
নির্বাহী সম্পাদকঃ