বরিশাল প্রতিনিধি :.
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মুরারবাড়ী গ্রামের হাজী মোহাম্মদ শাহ আলম মোল্লা পরিবারের বাড়িতে বসত ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে হাজী মো: শাহ আলম মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম বলেন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০
ঘটিকায় কিছু লোকজন এসে আমার স্বামীর খোঁজ করে। আমার স্বামীর নামে মামলা হওয়ায় সে বাড়িতে ছিল না বললে তারা ক্ষিপ্ত হয়ে যায়। তাদের মধ্যে থাকা কিছু লোককে আমি চিনতে পারি তাদের মধ্যে মৃত্যু মোস্তফার ছেলে সিরাজুল, আলিম হাওলাদার ছেলে নান্টু, শহীদ ফকিরের ছেলে মিলন ফকির, সুলতান মিয়ার ছেলে মাহবুব, আনোয়ার হাওলাদার ছেলে সাইদুল, নান্টুর ছেলে রবিউল, আব্দুল করিমের ছেলে কালামসহ আরো অজ্ঞাত ১০-১২ জন। পূর্ব শত্রুতার ধারে এই চক্রটি আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। আমি বারণ করলে আমাকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই সময় তারা আমাদের ঘরবাড়ির অনেক আসবাবপত্র ভাঙচুর করে। অনেক মালামাল লুটপাট করে, ও স্বরূপকাঠি মুরগির ফার্ম থেকে ডিম বিক্রি করে আনা বল আড়াই লাখ টাকা, দুটি চেইন তারা ছিনিয়ে নিয়ে যায়।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার দাবি জানাই।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।