
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ
গত ৩০ মার্চ একটি অনলাইন পোর্টালে ” বানারীপাড়া যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি, সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট এবং মনগড়া। তাছাড়া সংবাদে আমার কোন মতামত বা বক্তব্য নেয়া হয়নি। আমি দীর্ঘদিন যাবত পরিচ্ছন্নভাবে বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি কোন ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত কিংবা জড়িত নই। আমার সকল কর্মকাণ্ড স্বচ্ছ ও পরিচ্ছন্ন হওয়ায় অসাধু ব্যক্তিরা গরিবদের ঠকিয়ে বিভিন্ন প্রকার সুবিধা নিতে ব্যর্থ হওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রভাকান্ডা ছড়াচ্ছে। আমার সাফল্য এবং স্বচ্ছতায় পথে প্রতি হিংসাবসত একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এহেনও অসত্য বানোয়াট, উদ্দেশ্যে প্রনোধিত সংবাদ পরিবেশন করিয়াছে, আমি এহেনো অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ সোহেল সরদার।
যুগ্ন আহবায়ক
বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদল