বানারীপাড়ায় জামিনে বের হয়েই মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি ও খুন যখমের হুমকি
রিপোটারের নাম
/ ৭
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
এই সংবাদটি শেয়ার করুনঃ
বানারীপাড়ায় জামিনে বের হয়েই মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি ও খুন যখমের হুমকি
বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় জামিনে বের হয়েই বিবাদীরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি ও খুন যখমের হুমকি দেয়ার অভিযোগে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারের ওষুধ ব্যবসায়ী মহসিনের দোকানে গত ২৭ মার্চ সন্ধ্যার পরে মসজিদ বাড়ির ইলিয়াসের নেতৃত্বে দুই শতাধিক লোক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাত করে এবং মহসিনকে বেধরক মারধর করে। ওই ঘটনায় বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৭ মার্চ ইলিয়াস সহ আসামিরা জামিনে বের হয়েছে আমার দোকানে সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালসহ মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে আমাকে খুন করবে বলে ইলিয়াসহ তার সঙ্গে থাকা বিবাদীরা আমাকে সাসিয়ে যায়। এ ঘটনায় মহাসিন বাদী হয়ে বানারীপাড়া থানায় ইলিয়াসহ চারজনকে বিবাদী করে জীবন নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরি করেন। এ বিষয়ে হামলার শিকার মহসিন বলে আমি বর্তমানে জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
হক ভিলা,
সদর রোড, বরিশাল জেলা
বরিশাল বিভাগ।
মোবাইলঃ ০১৮৩৮৯২২১৪৯
প্রকাশক ও সম্পাদক:মোঃ জাকির হোসেন
প্রধান সম্পাদকঃ
বার্তা সম্পাদকঃ কাজী এনায়েত
নির্বাহী সম্পাদকঃ