শিরোনাম
বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে সাপের কামড়ে একজনের মৃত্যু ।এন্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও রোগীর মৃত্যু উজিরপুরে জমি বিক্রির কথা শুনে  বৃদ্ধাকে অবরুদ্ধ করে বেড়া দিয়ে দখলের অভিযোগ।  কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নি’ষি’দ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে আমনের চারা রোপনের অভিযোগ 

জাহিদ হোসেন, বানারীপাড়া প্রতিনিধি // / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জাহিদ হোসেন, বানারীপাড়া প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে আমন ধানের চারা রোপনের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড গরদ্ধার গ্রামে।এ ব্যাপারে গরদ্ধার গ্রামের মৃত জলিল বালীর ছেলে মোঃ সাইদুর রহমান বালী (৬৩) বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে তার আপন চাচা হাবিবুর রহমান বালি (৬০), হাবিবুর রহমানের ছেলে জামাল বালী(৪০),কামাল বালী(৩৫) কে অভিযুক্ত করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করে বলেন তার চাচা হাবিবুর রহমান বালি  গত ২১ আগস্ট তার ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপন করেছে।ওই জমিতে কোন কার্যক্রম চালাতে কয়েকদিন আগেও আদালত নিষেধাজ্ঞা জারি করেছে বলে সৈয়দ আলী জানান কিন্তু তা সত্বেও হাবিবুর রহমান বালি সে আদেশ উপেক্ষা পরেছেন বলে অভিযোগে উল্লেখ করেন।ওই জমিতে আমনের চারা রোপনে সাইদুর রহমান বালি তার চাচাকে নিষেধ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন।উল্লেখ্য হাবিবুর রহমান বালি ও তার বড় ভাই মৃত তাসেন আলীর সন্তানদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে। তাদের জমি জমার বিরোধী কয়েকটি মামলাও আদালতে চলমান রয়েছে। এছাড়া ও অনেক জমি জমার মালিক থাকা সত্ত্বেও হাবিবুর রহমান, তার ছেলে ও ছেলের বউদের বিরুদ্ধে নামে ও বেনামে খাস জমি দখলের অভিযোগ রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ