শিরোনাম
বানারীপাড়ার তেতলা সার্বজনীন পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা  বানারীপাড়ায় চলাচলের পথে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের বানারীপাড়ায় বিরোধীয় সম্পত্তিতে বিল্ডিংয়ের কাজসহ অন্যান্য কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি // শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের নামাজে জানাজা অনুষ্ঠিত। বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়ন যুবদলের শোক বানারীপাড়ায় শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির জনসভা ও  র‍্যালি বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে সাপের কামড়ে একজনের মৃত্যু ।এন্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও রোগীর মৃত্যু উজিরপুরে জমি বিক্রির কথা শুনে  বৃদ্ধাকে অবরুদ্ধ করে বেড়া দিয়ে দখলের অভিযোগ।  কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নি’ষি’দ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উজিরপুরে জমি বিক্রির কথা শুনে  বৃদ্ধাকে অবরুদ্ধ করে বেড়া দিয়ে দখলের অভিযোগ। 

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা ঃ  / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা ঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের জমি বিক্রির কথা শুনে এক বৃদ্ধাকে অবরুদ্ধ করে রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষ প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার(৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রিয়মতি (৮০) বছরের এক বৃদ্ধাকে জমি বিক্রি করবে বলে শুনে উঁচু  বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে জমি দখল করে।

প্রিয়মতির দুই পুত্র জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারী ৮৭২ খতিয়ানের ৯৮৭,৯৮৮,১০৫৩,১০৫৪ নং দাগের সঞ্জয় শীল, গৌরাঙ্গ লাল হালদার, জীবন চন্দ্র শীল, সঞ্জয় কুমার শীলের কাছ থেকে প্রথমে ২০০৯ সালে পরে বাকী দুটি দলিল ২০১২ সালে সাব কবলা করে মিউটিউশন সহ হালনাগাদ মাঠ পর্চা করে ভোগ দখল করে আসেছেন। বৃদ্ধার দুই পুত্র তিনটি দলিলের মাধ্যমে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। প্রিয়ালাল  হালদার ও নিকোলাজ হালদার বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে জমি দখলের বিষয়ে বলেন তিনি তাদের সম্পত্তিতে বেড়া দিয়েছেন, কারণ জীবন কৃষ্ণ ও খোকন বেপারী যে কোন সময় জমি বিক্রি করে দিতে পারে তাই বেড়া দিয়ে রেখেছি যাতে কাস্টমার বুঝতে পারে এই সম্পত্তি নিয়ে ভেজাল আছে।এবং এই সম্পত্তি আমাদের ক্রয় করা।

প্রিয়লাল হালদার ও নিকোলাজ দখলীয় যে তিনটি দলিল প্রদর্শন করেন যার দাগ নম্বর ৭৪২,৭৪৮,৭৪৯,৭৬৬.কিন্তু তার সাথে জীবন কৃষ্ণ হালদার ও খোকন বেপারীর  ক্রয় কৃত সম্পত্তির কোন প্রকার মিল পাওয়া যায়নি।

এ বিষয়ে জীবন কৃষ্ণ বেপারী জানান, শুধুমাত্র আমাদের কে হয়রানি করার উদ্দেশ্যে বিক্রি করার মিথ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ