বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় ৬০/৭০ বছরের চলাচলের পুরানো রাস্তায় গাছ লাগিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৫ নং সলিয়া বাকপুর ইউনিয়নের আম্মাবাদ বেতাল গ্রামের কুদ্দুস সরদারের পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা একই বাড়ির ওহাব হাওলাদার, রাজ্জাক হাওলাদার গংরা বন্ধ করে দিয়েছে বলে কুদ্দুস সরদারের পরিবারের অভিযোগ করেন।

সরে জমিন তদন্তে দেখা যায় কুদ্দুস সরদারের পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় কলা গাছ এবং সুপারি গাছ লাগিয়ে বাড়ি থেকে বের হওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করতে ভিন্ন পন্তা স্বরূপ এই কলা এবং সুপারি গাছ এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুদ্দুস সরদারের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে বেতাল গ্রামের ওহাব হাওলাদার, রাজ্জাক হাওলাদারসহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কুদ্দুস সরদারের ছেলে হুমায়ুন কবির বলেন এটি আমাদের একমাত্র চলাচলের পথ। প্রায় ৬০/৭০ বছর ধরে আমরা এই পথ দিয়ে হাঁটাচলা করি। রাস্তার ইট সরিয়ে রাস্তার মাঝে গাছ লাগিয়ে আমাদের সবার পথ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে আমরা কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যাতে চলাচল করতে পারি তার ব্যবস্থা করতে জোর দাবী জানাচ্ছি।