বরিশালের উজিরপুরে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের তরুণ ও উঠতি বয়সী থেকে শুরু করে ৭০ উর্ধ্ব বৃদ্ধ বয়সীরা ও মাদকের ছোবলে আশক্ত হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন এলাকা সূএে। এলাকায় উঠতি বয়সী ছেলেরা বিক্রি করে আসছে গাঁজা, ইয়াবা।
স্থানীয়দের অভিযাগ, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরো কঠোর হলে মাদক বিক্রি থেকে শুরু করে সেবনকারীদের নির্মূল করা কিছুটা সম্ভব। মাদক সেবনে জড়িয়ে পড়ছে স্কুল শিক্ষার্থী ও উঠতি বয়সী থেকে ৭০ উর্ধ্ব বছরের বৃদ্ধা সহ বেকার যুবক, ভ্যান, মটরসাইকেল, অটো চালকেরা। প্রশাসনের উদ্দ্যেগে প্রায় দেখা গেছে মাদক বিরোধী প্রচার, র্যালী, সেমিনার অনুষ্টান করতে বিভিন্ন হাট বাজার সহ শিক্ষা প্রতিষ্ঠানে ।উজিরপুর পৌরসভার টেম্পু স্টান, কালিবাড়ি সড়ক, মাদারশি। বামরাইল ইউনিয়নের নতুন বাড়ি, বামরাইল বন্দর, খলনার মোড়, হস্তি সুন্ড বাজার, মোড়াকাটি, দামোদর কাটি।
শোলক ইউনিয়নের কচুয়া উচা ব্রিজ, আদাবাড়ি, সেনের হাট, দত্তসার দক্ষিণ পাড়, তেঁতুলতলা, কাংসী জিরো পয়েন্ট,ধামুরা লঞ্চঘাট।
বরাকোটা ইউনিয়ন, ডাবেরকুল বাজার, শেরে বাংলাবাজার, নতুন হাট।শিকার পুর বাজার, তারা বাড়ি সহ বিভিন্ন স্পর্টে গাঁজা ও ইয়াবা বিক্রি করছে স্থাণীয় মাদক বিক্রেতা বলে জানায় বিভিন্ন স্থান সূএে। সাধারন মানুষের অভিযোগ রয়েছে মাদক নিমূর্ল করতে হলে দৈনিক ২/৩ টি মাদক সেবনকারীদের আটক করে মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করলে নির্মূল করা সম্ভব বলে জানায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।