বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী রেডসান প্রি ক্যাডেট স্কুলের ২০২২ সালের ৫ম শ্রেনীর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় ডাকবাংলা সংলগ্ন রেডসান প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকির হোসেন’র সভাপতিত্বে এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্কুলের শিক্ষক সাব্বির হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষিকা ও অভিভাবক সদস্য কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইলমার মা নূরে জাহান হ্যাপী, আর এক অভিভাবক ও কৃতি শিক্ষার্থী প্রিয়ন্তি বিশ্বাস’র মা বিথিকা রানী। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম হোসেন, ইব্রাহীম খলিল,কাজল জাহান,পপি খানম, জিসান, রেহেনা, সৈকত, সুমি আক্তার, ফাতেমা, তানজিলা শ্রাবন যুথি, মাহির।
এ বছর রেডসান প্রি ক্যাডেট স্কুল থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬ জনই বৃত্তি প্রাপ্ত হয়েছে। তার মধ্যে জান্নাতুল মাওয়া ইলমা ও প্রিয়ন্তি বিশ্বাস ট্যালেন্টপুলে ও শ্রেয়সী, তানহা, রাইদ, নাবিল সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর ভবিষ্যত উজ্জল কামনা এবং বর্তমান ২০২৩ সালের ৫ম শ্রেনীর শিক্ষার্থীর সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করা হয়।