বানারীপাড়ায় অরাজনৈতিক ও মানবতার সেবায় এগিয়ে থাকা সংগঠন বানারীপাড়া ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। স্থানীয় বানারীপাড়া ডিগ্রি কলেজের হল রুমে প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনির বর্নিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম,প্রধান আলোচক মোফাজ্জল হোসেন খান ভাইস প্রিন্সিপাল বানারীপাড়া ডিগ্রী কলেজ,সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম, বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমাম হোসেন, অধ্যাপক বানারীপাড়া ডিগ্রী কলেজ, রাহাদ সুমন সভাপতি বানারীপাড়া প্রেসক্লাব,জাহিদ হোসেন সাধারণ সম্পাদক বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতি,জাকির হোসেন প্রধান শিক্ষক রেডসান প্রি ক্যাডেট স্কুলসহ উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের সদস্যরা এবং বানারীপাড়া ব্লাড ব্যাংকের সুবিধা প্রাপ্ত সাধারণ মানুষ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ৯ই মে ২০১৫ বানারীপাড়া ব্লাড ব্যাংকের শুভযাত্রাকে স্মরণ করে বলেন, আজ আটটি বছর অতিবাহিত হয়ে সাফল্যের নবম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী সংগঠন হওয়ায় পিছু ফিরে তাকাতে হয়নি বরং আজ ১২০জন সদস্য নিয়ে স্বার্থান্বেষীতাকে দূর করে বানারীপাড়ার মানুষের মাঝে মানবিকতার দৃষ্টান্ত গড়ছে বানারীপাড়া ব্লাড ব্যাংক।