আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ৪,৫,৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে অটো রিক্সা মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা মোসামাৎ মনিরা আক্তার ময়না। রাজপথে থাকা ময়না সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সবার দোয়া চেয়ে জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ বুধবার বরিশাল জেলা নির্বাচন কার্যালয় হতে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সেখানে মেহনতী মানুষের মার্কা অটো রিক্সা মার্কা হিসেবে সকলের দোয়া চেয়েছেন ৪,৫,৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোসামাৎ মনিরা আক্তার ময়না। গত ১৩ জানুয়ারী বুধবার বেলা শত শত কর্মী সমর্থকদের নিয়ে বানারীপাড়া উপজেলা রিটানিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের হাতে মনোনয়নপত্র তুলে দেন মোসামাৎ মনিরা আক্তার ময়না। বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাসহ গরীব অসহায় মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করায় এলাকায় দানকন্যা নামে পরিচিত ময়না বলেন তিনি মহিলা কাউন্সিলর নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন সহ নারী অধিকার আদায় ও নারী নির্যাতন বন্ধে সর্বাত্মক চেষ্টা করবেন। ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করা সহ যাবতীয় দূর্নীতি বন্ধে তার অবস্থান থাকবে জিরো টলারেন্স বলে মন্তব্য করেন এই প্রার্থী।