উৎসাহ উদ্দীপনা আর উৎকন্ঠার মধ্য দিয়ে শেষ হলে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই অনেক ঘটন অঘটনের সৃষ্টি হয়েছে। পৌর সভার ৪/৫ টি ওয়ার্ড ছিল খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যে গত নির্বাচনে ৩ নং ওয়ার্ডে প্রতিপক্ষের অবৈধ বাধায় নির্বাচনে অংশ গ্রহন করতে না পারা ঐ সময়ের জনপ্রিয় কাউন্সিলর জাকির হোসেন মোল্লা এবার ৫ম বারের পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করেন। আর এই সদ্য সমাপ্ত বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় সাবেক কাউন্সিলর পৌর আওয়ামীলীগের নেতা জাকির হোসেন মোল্লা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পানির বোতল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করে কাস্টিং ৬২১ ভোটের মধ্যে ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকট তম টেবিল ল্যাম্প মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করা মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ২০৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯০৩ ভোট। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন জাকির হোসেন মোল্লা, মাসুম বিল্লাহ ও মোঃ রফিকুল ইসলাম। তার বিজয়ে বিগত দিনে তার বিরোধীতা করা অনেক নেতা কর্মীরা উষ্ণ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে তার বাসভবনে ভীর জমায়। বাস্তবিক অর্থে এ বছর ০৩ নং ওয়ার্ডের জনগন স্বতস্ফুর্ত ভাবে তাদের পছন্দের কাউন্সিলরকে ভোট দিতে পেরে সাধারন ভোটাররা ও আত্মতৃপ্তিতে প্রফুল্ল। বিজয়ী এ কাউন্সিলর বলেন জনগনের ভালোবাসায় আজ আমি আমার ন্যায্য পাওনা ফিরে পেয়েছি। জনগন তাদের ভালোবাসা প্রকাশ করতে পেরেছে, আমি জনগনের পাশে ছিলাম আছি, থাকবো। আমি শাসক নয় সেবক হয়ে আমার জনসাধারনের সেবা দিয়ে যাব আমৃত্যু।